কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অনূর্ধ্ব২০ ফুটবল একাডেমি গঠন করেন এই দুই তরুন। “যুবশক্তি ফুটবল একাডেমি, সিংগারডাবড়ীহাট” নামকরণ করা হয়েছে প্রাথমিকভাবে।
তৃণমূল থেকে তরুণ খেলোয়াড়দেরকে বাছাই করে বের করা এই একাডেমীর মূল উদ্দেশ্য। অভিজ্ঞ কোচের দায়িত্ব পালন করবেন “রেজাউল করিম রেজা” প্রতিষ্ঠাতা পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার ও ক্রিয়া ব্যক্তিত্ব।
ও খেলোয়ারদের কে সর্বদাই মানসিক শক্তি ও সার্বিক সহযোগিতা করবেন ” শামসুদ্দিন বসুনিয়া সুমন, নিমাই চন্দ্র রায়” প্রাথমিকভাবে জানা যায়, ২৭ সদস্য বিশিষ্ট প্রাথমিক দল ঘোষণা করবে নির্বাচক মন্ডলী। পরবর্তীতে স্থানীয় বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে একাদশ গঠন ও স্কোয়াড ঘোষণা করবে প্লেয়ারদের আগ্রহ প্লেয়ারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। দলটির কোচ প্রাথমিকভাবে আশ্বস্ত করেন প্রতি মাসে কমপক্ষে চার দিন সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্র্যাকটিস সেশন চালু করা হবে।
[বিঃদ্রঃ সোহেল আহমেদ সুমন ও মাসুদ রানা বসুনিয়া অত্র এলাকার অনূর্ধ্ব২০ খেলোয়াড়দেরকে অংশগ্রহণ করার জন্য দ্রুত আহ্বান করেছেন।]