1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কৃষকদের পাশে দাঁড়ালেন ভাসানী পরিষদ

মোঃ রবিউল ইসলাম (রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি)।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

ঠাণ্ডা বাতাসের দাপট আর শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ভাষানি অনুসারি পরিষদ । ৬০০ শত কম্বল নিয়ে ।

 

১০ জানুয়ারি (বুধবার) দুপুর ১২:৩০ মিনিটে চাষী মার্কেটে ( বন্দর) পলাশ মার্কেটে ভাষানী অনুসারি পরিষদের উদ্যোগে চাষী মোহা:এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর,মু, শেখ রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক- ভাষানি অনুসারি পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ড.আবু ইউসুফ সেলিম – যুগ্ম -সম্পাদক ভাষানি অনুসারি পরিষদ, বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলী,মুরসালিন,রবিউল, রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, আশরাফুলসহ বিভিন্ন এলাকা থেকে আগত দু:স্থ্য অসহায় মানুষেরা |

 

স্বাগত বক্তব্যে চাষী মোহা: এনামুল হক বলেন–এই শীতে আপনারা অমানবিক কষ্ট করছেন, আমরা আপনাদের স্বল্প সংখ্যক কম্বল বিতরণের আয়োজন করেছি। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান |

অনুষ্ঠানটি সন্চালনা করেন সাইফুর রহমান

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর