তালাবদ্ধ প্রশাসনিক ভবনে আন্দোলনরত বিক্ষুব্দ শিক্ষার্থীদের উপর উত্তেজিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহ।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের নারী শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়ার হেনস্তার বিচার দাবিতে আবারো প্রসাসনিক ভবন তালাবদ্ধ অবস্থায় আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জঞ্জয় কুমার মুখার্জী ও ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় মেহেদী উল্লাহ আন্দোলনরত বিক্ষুব্দ শিক্ষার্থীদের উপর উত্তেজিত হলে শিক্ষার্থীরা দালাল দালাল বলে স্লোগান দেন।
পূর্ববর্তী ৬ দফা দাবির সঙ্গে আজ আরো ৫ দফা দাবি যুক্ত করে উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করেন। দাবী সমূহ হলো:
১. তদন্ত প্রতিবেদনে মদত দাতা রেজওয়ান আহমেদ শুভ্র’র নাম অন্তর্ভুক্ত করতে হবে।
২.তদন্ত প্রতিবেদনে নির্দিষ্ট সময়সীমা (৪৮ ঘন্টা ) উল্লেখ করতে হবে।
৩. তদন্ত প্রতিবেদনে “যৌন নিপীড়ন ” কথাটি সুস্পষ্ট ও জোড়ালোভাবে উল্লেখ করতে হবে।
৪. আজকের মধ্যে রেজওয়ান আহমেদ শুভ্র’র অতিরিক্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করতে হবে।
৫.তদন্ত প্রতিবেদনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য,এর আগে তিনি গত ৪ মার্চ একই বিভাগের শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে ফেসবুকে প্রথম হেনস্তার বিষয়টি সামনে আনেন। ছোঁয়া ওই শিক্ষকের বিরুদ্ধে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অংক বুঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা ও প্রস্তাবে সাড়া না দেওয়ায় নম্বর কমিয়ে দেওয়া এবং থিসিস রিপোর্ট তৈরিতে হয়রানি করার অভিযোগ করেন।