1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভেজাল দুধে খাদ্য পরিদর্শকের অভিযান

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জয়কালী বাজারে ভেজাল দুধ বিক্রীর খবর পাওয়া গেছে

শুক্রবার (৩১ মার্চ) বিকালে নিরাপদ খাদ্য পরিদর্শক(স্যানিটারী ইন্সপেক্টর) আবু আজম মো:সারওয়ার হোসেন জয়কালী বাজারে অভিযান চালালে শতকরা ৭০% মানুষের দুধই ভেজাল প্রমান পেয়েছেন।

দুধ মাপার যন্ত্র ল্যাকটোমিটার দিয়ে মাপা হলে বেশীর ভাগ মানুষের দুধই ২০% কারো কারো আবার ২০% এর নীচেও ল্যাকটোমিটার যন্ত্রের পরীক্ষায় ধরা পরে। ভাল দুূধগুলোর মান ৩০% হয়।

 

উমরাডাঙ্গী থেকে কাউসার নামে এক যুবক পাঁচ কেজি দুধ বিক্রী করতে নিয়ে আসলে তার দুধটি পরীক্ষা করা হলে সম্পুর্ন দুধটিই ল্যাকটোমিটারে ২০% ধরা পরে |এভাবে আনোয়ারুল, সাইফুল আরো অনেকের দুধ পরীক্ষা করা হলে সবার দুধই ভেজাল পাওয়া গেলে দুধগুলো জব্দ করা হয়।

এ সময় হাটে থাকা উপস্থিত জনগন ক্ষোভ প্রকাশ করে বলেন রমজান মাস বিক্রেতারা প্রতি কেজি দুধের দাম ৭০ থেকে ৮০ টাকা বিক্রী করেন তারপরেও যদি তারা ভেজাল দুধ বিক্রী করেন তাহলে তাদের শাস্ত্রী প্রদান করা হোক |
বাজারে স্বাস্থ্য পরিদর্শক নামায় অনেক দুধ বিক্রেতা হাটের সীমানার বাইরে ঘুরাঘুরি করতেও দেখা গেছে |

পরিশেষে ভেজাল দুধ বিক্রী করতে আসা সকলেই ক্ষমা চাইলে সবার জব্দ করা দুধগুলো ফেরত দিলে উপস্থিত থাকা জনগন স্বাস্থ পরিদর্শককে মহান ব্যক্তি হিসাবে তুলে ধরেন।

অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মো: মোজাম্মেল হক, বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার, সভাপতি মো:পেয়ার আলী, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম,প্রচার সম্পাদক, জব্বার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর