1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

নান্দাইলে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনের এ ভয়াবহ ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার রেজাউলকরিম জানান রাত সোয়া ২টার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টেসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুল কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আবদুল মতিন মীরের স্বর্ণ দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিন হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

 

লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো বা কি পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

নান্দাইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা ও সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয়।

 

ক্ষতিগ্রস্থদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর