রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে অবৈধভাবে পাচার কালে দেশীয় তৈরী ৩০ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া থেকে
আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী নুমংসিং মার্মা (২৬), মাশইেনু মারমা (৩৯) এবং নাসাথু মার্মা (৩৮) নামের এই তিনজনকে একটি সিএনজিসহ আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
আটককৃত এই তিন মাদক ব্যবসায়ী রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনছারুল করিম।
তিনি জানান, গত ২৭ এপ্রিল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আমিনুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স বাঙ্গালহালিয়া বাজারের রাজস্থলী রোড মেরিহা মুন্ডি হাউস নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর পাচারকালে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
পুলিশ আরো জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন এবং আসামীদেরকে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।