মায়ের ছায়া সমিতির ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫ প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ভুক্তভোগীদের

নারায়নগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মায়ের ছায়া সমবায় সমিতির নামে ৯০কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা

মায়ের ছায়া সমবায় সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান মায়ের ছায়া সমিতির সভাপতি মোঃ হোসেন,নিপু দাস,বাদল,হোসেন মিয়া,মামুন মিয়া,তারা সকলে এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।

বুধবার ৮ মে দুপুরে রূপগঞ্জ থানার সামনে মায়ের ছায়া সমবায় সমিতির ভুক্তভোগী আমানতকারীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে মায়ের ছায়া সমবায় সমিতির ৫জন সদস্য সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।
তারা আরও অভিযোগ করেন, ওই অর্থ দিয়ে কেনা প্রায় ২০০ বিঘা জমি, হাসপাতাল দোকানপাট বিক্রি করে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন প্রতারক সদস্যের ওরা ৫জন
এ সময় বক্তারা সদস্যদের আমানত দ্রুত ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।