1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : নিজস্ব সংবাদ :
রাত পোহালেই কোরবানির ঈদ, দম ফেলার সময় নেই কামারদের - দৈনিক আমার কথা
সাম্প্রতিক :
কোলন ক্যান্সার, বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী ওমর ফারুক মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২ কুড়িগ্রামে বিভিন্ন কলেজের ছাত্রদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতার মতবিনিময় নোবিপ্রবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ  স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে: রিজভী আন্তঃজেলা ডাকাত, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৮ যবিপ্রবি ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলো টিম “উন্নত মম শির” ইউনিয়ন পরিষদে বিলুপ্ত না করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ছাত্র আন্দোলনকে জামায়াত-শিবির নিয়ন্ত্রণ করেছে : জয়

রাত পোহালেই কোরবানির ঈদ, দম ফেলার সময় নেই কামারদের

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪

 রাত পোহালেই পালিত হবে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা।আর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মেহেরপুরের গাংনী উপজেলার কামার শিল্পীরা। ব্যস্ততা এতোই বেড়েছে যেন দম ফেলার সময় নেই।

দিনরাত সমানতালে চলছে লোহার টুংটাং শব্দ। উপজেলার বিভিন্ন কামারপাড়ায় খোঁজ নিয়ে জানা যায় কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীরা দা,বটি,ছুরি,ডাসা,চাপাতি,হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করতে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার বামন্দী, জোড়পুকুরিয়া, তেরাইল, সাহারবাটি করমদী, দেবীপুর সহ বিভিন্ন হাটবাজারে কামাররা তৈরি করছে এসব সরঞ্জামাদি। কেউ আসছে নতুন করে শান দেয়ার জন্য কেউ নতুন করে তৈরি করার জন্য আবার তৈরি তা কেউবা কিনে নিচ্ছেন। এছাড়া অনেক ব্যবসায়ীরা পাইকারি বাজারে এগুলো বিক্রি করছেন বিভিন্ন দামে। ছুরি শান দিতে আসা সিরাজুল ইসলাম বলেন,আগামীকাল কোরবানির ঈদ।

 

তাই কোরবানি পশু জবাই করার জন্য ছুরি শান দিতে এসেছি। ছুরিতে শান দেওয়া মাপ অনুযায়ী ৫০ থকে ১০০ টাকা করে নিচ্ছে। মো: হকমান আলী বলেন,আমি বড় ছুরি হাসুয়াসহ কয়েকটা জিনিস শান দিতে এসেছি।

অতিরিক্ত ভিড় আর এখন লোহার দাম বেশি তাই ছুরি,চাপাতি,ডাসা সহ সবকিছুর দাম বেড়েছে। বামন্দী বাজারে ছুরি ও ডাসা ক্রয় আসা মো: জামরুল ইসলাম বলেন, বাজারে লোহা ওজন করে বিক্রয় হচ্ছে। লোহার ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রয় করছে।আমি একটি ছোট ডাসা কিনেছি ৪’শ ৫০ টাকা দিয়ে আর একটি ছোট ছুরি কিনেছি ১’শ ৫০ টাকা দিয়ে।

 

বাজারে জিনিসপাতির অনেক দাম। ব্যবসায়ী বাদল কর্মকার বলেন, ডাসা বিক্রয় হচ্ছে ওজন বুঝে ৬০০ থেকে ১২০০ টাকা। ছুরি ১৫০ থেকে ৬০০ টাকা। কুরবানী সামনে রেখে চাহিদা বেড়েছে। লোহার দাম বেড়ে যাওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। কামার শিল্পী মো: আশাদুল ইসলাম বলেন,আধুনিক যন্ত্রপাতির তৈরি হচ্ছে এ কারণে আমাদের চাহিদাও কমে যাচ্ছে মানুষ আধুনিক যন্ত্রপাতির দিকে বেশি ঝুকছেন।

 

একসময় হয়তো বা এই পেশা বিলুপ্তি হয়ে যাবে তবে কোরবানি আসলে আমরা একটু আশাবাদী থাকি। কোরবানি ছাড়া এসব কাজ আর আমাদের কাছে তেমন হয় না।ঈদকে সামনে রেখে ছুরি পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে, ডাসা ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে,চাপাতি ৮০০ থেকে ১৩০০ টাকা করে বেচা-কেনা হচ্ছে। কামররা বলছেন, লোহার দাম ও শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় যন্ত্রপাতির দাম বেড়েছে। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন এ পেশায় আছি। আলহামদুলিল্লাহ কাজ ভালো হলে প্রতিদিন ১২’শ-১৫’শ টাকা আয় হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ক্যাটেগরিতে আরো খবর
  1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : সাব্বির আহমেদ :
Social Icons - দৈনিক আমার কথা
Daily Amar Kotha © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest