1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

পোষ‍্য কোটা চাননা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 

আনারুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

পোষ‍্য কোটা চাননা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ‍্যাপক সাদিক হাসান শুভ।

গতকাল বিকেলে (৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিঁনি এই মতামত ব‍্যক্ত করেন।তিঁনি ফেসবুক পোস্টে বলেন,”আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আল্লাহর রহমতে যথেষ্ট প্রিভিলেজড। আমি কখনোই আমার সন্তানকে পোষ্য কোটার সুবিধা নিতে দিবনা। যে ছেলে/মেয়েটি দারিদ্র‍্যতা ও নানা প্রতিকূলতার সাথে লড়াই করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে তাকে বঞ্চিত করে আমার সন্তানের মতো প্রিভিলেজড কেউ কোটা সুবিধা ভোগ করলে তা হবে ভয়ানক অনৈতিক এবং অমানবিক।”

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ‍্য কোটা থাকার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিঁনি ঢাকা মেইলকে বলেন, সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদে অনগ্রসর অংশের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে। কোটা অনগ্রসর অংশের জন্য, সবার জন্য না। আমি ও আমার পরিবার প্রিভিলেজড, অনগ্রসর নই সুতরাং এই কোটা আমার জন্য না।

এছাড়াও তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন, পোষ‍্য কোটার জায়গায় দারিদ্রতা ও নানান প্রতিকূলতার সাথে লড়াই করা মেধাবী ও যোগ‍্যরা আসুক সেটাই আমি চাই।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর