জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ :কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের মাষ্টার্স ইংরেজী বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আমিন এবং আসিকের নেতেৃত্বে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতিবাদ সভায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবি জানান।
এরপর শিক্ষার্থীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে ভাস্কর্য চত্বরে গিয়ে গ্লোগান দিতে শুরু করে। পরে সেখানে থেকে মিছিলটি কৃষি ব্যাংক মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে দিয়ে কাচারিতে চলে যায়। কাচারিচত্বরে গিয়ে মিছিলকারীরা সেখানে অবস্থান নিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকে। তারা স্লোগান দিয়ে বলেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারোর বাপের না’। সেখান থেকে মিছিলটি আবারও পুরাতন বাস স্ট্যান্ড এলাকা ঘুরে জেলা শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলটি প্রায় ঘন্টাব্যাপী শহরের বিভিন্ন সড়ক উত্তাল করে তোলে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ছিলো বেশ সতর্ক অবস্থানে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার আমিন বলেন, আমরা কোটার বিলুপ্তি নয় সংস্কারের দাবিতে সড়কে নেমেছি। এটি লাখো শিক্ষার্থীর যৌক্তিক দাবি। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক হালমার প্রতিবাদ জানাই।
শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। সরকারের কাছে অনুরোধ দ্রুত আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিতে হবে। এবং হামলাকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।