1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

নবীনগরে আগুনে কৃষকের ৩টি গরুসহ ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

Tags: , ,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আগুনে কৃষকের তিনটি গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৮ আগষ্ট) সকালে উপজেলার নাটঘর সড়কপাড়ায় কৃষক মো. আব্দুর রহমান মিয়ার গোয়ালঘরে এই ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে জানাযায়, রোববার সকালে গোবর পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে উড়া (বাঁশের পাত্র) দিয়ে ছাই এনে গোয়ালঘরে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই ছাই থেকে গোয়ালঘরে রাখা পাটে আগুন ধরে যায়।

 

পরে মুহূর্তেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পাশের মসজিদ এর মাইক দিয়ে আগুন নেভানোর ঘোষনা দিলে,খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি গরু,চাল, নগদ টাকাসহ পুরো গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হুমায়ুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার টি খুব অসহায়। আজ আগুনে পুড়ে তিনটি গরুসহ গোয়ালঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ স্থানীয় প্রশাসনকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

 

এ বিষয়ে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির ফরহাদ শামীম বলেন,এ বিষয়ে অবগত হয়েছি, আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হবে৷

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর