1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

নড়াইলে জেলা পরিষদের জায়গা দখলের  পায়তারা।

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

Tags:

 নড়াইল  জেলা পরিষদের জায়গা দখলের পায়তারার অভিযোগ  উঠেছে নান্নু মিনা ও তার স্ত্রী  আলেয়া পারভীনের বিরুদ্ধে।  যানাগেছে, ৭৫ নং দূর্গাপুর – ডুমুরতলা মৌর্জার ৮৬১ দাগের ২৮ শতক জমি সরকারি  ভিপি সম্পত্তি যা পূর্ব  বন্দোবস্ত হওয়ার কারনে সরকার প্রত্যপর্ন তালিকা ভুক্ত হয়

 

বর্ণীত ২৮ শতক জমির সম্মুখে জেলা পরিষদের ২৫৬ দাগের ০৮ শতক জমি রয়েছে। পাকা রাস্তা  সংলগ্ন এই অতি মূল্যবান জমিতে নারিকেল, আম, মেহগনি গাছ দিয়ে বেষ্টিত  ছিল। অভিযোগ উঠেছে মূল্যবান এই গাছ গুলো কেটে নিয়েছে আলেয়া পারভীন, এখন ও সেখানে দুটি নারিকেল গাছ  কাটা রয়েছে। গাছ কেটে জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের পায়তারা   করছেন তিনি।  বুধবার ( ৪ সেপ্টেম্বর)   সকালে জায়গা দখল করে প্রাচির নির্মাণের জন্য  সিমেন্টের পিল্যার,

 

টেউটিন, প্রয়োজনীয় বাঁশ ও কাঠ আনেন। এ সময় স্থানীয়রা জেলা পরিষদে মৌখিক  অভিযোগ  জানালে ঘটনাস্থলে জেলা পরিষদের কর্মকর্তা এসে বাঁধা  দেন। এবং তাৎক্ষণিক ভাবে কাজ বন্ধ  করে দেন। স্থানীয়দের দাবি ৫ তারিখের পূর্বে ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি  যে গাছগুলো কাটা হয়েছে  তার সঠিক তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

 

আলেয়া পারভীন  বলেন, জায়গা টা আমার বাড়ির সামনে দীর্ঘ দিন পরিত্যক্ত পড়ে আছে। মশা মাশি জন্মায়। তাই পরিষ্কার রাখার জন্য  কাজ করছিলাম। কাছ কাটার বিষয়টি  তিনি অস্বীকার করেন।

 

 

এ বিষয়ে  নড়াইল জেল পরিষদের প্রধান নির্বাহী কাজী মাহাবুব রহনানবলেন, স্থানীয়রা আমাদের  মৌখিক  ভাবে জানালে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ  করা হয়েছে । জায়গায় গাছ কাটার বিষয় তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর