1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : নিজস্ব সংবাদ :
জার্মানিকে রুখে দিলো হাঙ্গেরি - দৈনিক আমার কথা
সাম্প্রতিক :
বাংলাদেশ হাইকমিশনে হামলায় ত্রিপুরায় ৩ পুলিশ সদস্য বরখাস্ত রাজীবপুর ৩১০০’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গুচ্ছ পরীক্ষা বাতিল হলে উচ্চশিক্ষায় শৃঙ্খলা ফেরানো কঠিন হবে: শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না : আমিরে জামায়াত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, স্লোগানে উত্তাল ঢাবি ভারত থেকে সব কূটনীতিক ফিরিয়ে আনার আহ্বান রাজিবপুরে মাদক সম্রাট সাজিদুল গ্রেপ্তার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা ইসির মহাসড়কে গুলি করে তরুণীকে হত্যা, ঘাতক প্রেমিক গ্রেপ্তার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম

জার্মানিকে রুখে দিলো হাঙ্গেরি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

হাঙ্গেরির সাথে পেরে উঠল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে এসে জার্মানির আনন্দ কেড়ে নিলো স্বাগতিকেরা। অবশ্য, তাতে খুব একটা সমস্যা হয়নি ইউলিয়ান নাগেলসমানের দলের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নেশন্স লিগের শেষ আটে পা রেখেছে তারা।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা নেশন্স লিগের মঙ্গলবার রাতে মুখোমুখি হয় জার্মানি ও হাঙ্গেরি। যেখানে জেতেনি কেউ, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেলিক্স মেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দমিনিক সোবোসলাই।

হাঙ্গেরিকেই ৫-০ গোলে উড়িয়ে আসরে পথচলা শুরু করেছিল জার্মানি। আগের ম্যাচেও বসনিয়ার বিপক্ষে জয় পেয়েছিলো ৭-০ গোলে। ফলে বড় অপেক্ষাতেই ছিলো সমর্থকেরা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি, তবে বদল আসেনি অবস্থানে।

তবে এই ম্যাচ থেকে বিশেষ কোনো প্রাপ্তির সম্ভাবনা ছিল না। গ্রুপ সেরা হয়ে আগেই নকআউট পর্বে জায়গা পাকা হয়েছিল জার্মানির। ফলে অনেকটা নিয়মরক্ষার এই ম্যাচে অনেক পরিবর্তন এনে খেলতে নামে জার্মানি।

সুবাদে চেনা ছন্দ ছিলো না জার্মানির খেলায়। ছিলো না কাঙ্খিত আক্রমণও। উল্টো ৩৯তম মিনিটে এগিয়ে যাবার ভালো সুযোগ এসেছিলো হাঙ্গেরর। তবে প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেননি মিডফিল্ডার জোল্ট নাগ।

 

ম্যারমেরে প্রথমার্ধে বলার মতো ছিলো না আর কোনো কিছুই। বিরতির পরও সহসাই আসেনি গোল, ৬৩তম মিনিটে কাই হাভার্টজের শট পোস্টে লেগে ফিরলে বড় ধাক্কা খায় জার্মানি। তবে হতাশা শেষ হয় ৭৬তম মিনিটে।

অবশেষে ডেডলক ভাঙেন ফেলিক্স মেচা। কর্নার থেকে উড়ে আসা বলে নিকো শ্লটারবেকের হেড গোলরক্ষকের পায়ে লেগে ফিরলে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান ফেলিক্স মেচা।

সেই গোল ধরে রেখেই জয়ের পথে হাঁটছিল জার্মানি। তবে যোগ করা অতিরিক্ত সময়ে এসে হয় স্বপ্নভঙ্গ। যোগ করা সময়ের একদম শেষ মিনিটে বক্সের ভেতর একজনের হাতে বল লাগলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।

সুযোগ হাতছাড়া করেনি হাঙ্গেরি। সফল স্পটকিকে ম্যাচের চিত্রপট বদলে দেন লিভারপুল মিডফিল্ডার সোবোসলাই।

তবুও ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে সেরা হয়েক গ্রুপ পর্ব শেষ করল জার্মানি। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরি খেলবে রেলিগেশন।

সুত্র : নয়া দিগন্ত

পোস্টটি শেয়ার করুন

এই ক্যাটেগরিতে আরো খবর
  1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : সাব্বির আহমেদ :
Social Icons - দৈনিক আমার কথা
Daily Amar Kotha © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!