অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি রাইসুল ইসলামের কাব্যগ্রন্থ ‘নিয়তির নির্বাসন’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘বই অঙ্গন প্রকাশন’। প্রচ্ছদ করেছেন আহমাদ বোরহান।
‘নিয়তির নির্বাসন’ রাইসুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কিছু চিহ্ন থাক’ এটি ২০২৩ সালে প্রকাশিত হয়।
বই সম্পর্কে প্রকাশক আল আমীন বলেন,
লেখকগণ বরাবরই বেঁধে দেওয়া নিয়মের বাহিরে চলা মানুষ। একজন লেখকের মনের অনুভূতি স্বাধীনভাবে ফুটিয়ে তুলতে পারার মাঝেই তৃপ্তি। তেমনই ‘রাইসুল ইসলাম’ তাঁর কবিতাগুলো নিজের মতো করেই লিখে থাকেন। যা পাঠকদের জন্য পড়তে এবং বুঝতে সহজবোধ্য হয় বলে বিশ্বাস রাখি।
‘নিয়তির নির্বাসন’ উনার দ্বিতীয় কবিতার বই। যেখানে ফুটে উঠেছে মানুষের জীবনের নানান অধ্যায়ের অংশবিশেষ। লেখক এ বইটিতে প্রেম-বিরহ, জীবনদর্শন, আত্মোন্নয়নমূলক, প্রতিবাদী সহ বিভিন্ন ধরণের কবিতা লিখে গেছেন তাঁর নিজের ভাষায়। পাঠকদের কখনো মনে হবে, এ যেন আমারই কথা। আবার কখনো মনে হবে, পারিপার্শ্বিক অবস্থার বাস্তব রূপ গেঁথে আছে বইয়ের শরীরে।
আমি লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করছি। বিশ্বাস রাখি, ‘নিয়তির নির্বাসন’ পাঠকদের হৃদয়ে স্থান করে নিবে এবং বেঁচে থাকবে তাদের ভালোবাসার অংশ হিসেবে।
উল্লেখ্য,
কবি রাইসুল ইসলাম পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলী হোসেন, মা হোসনেয়ারা বেগম। বর্তমানের প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে তার নাম বিশেষভাবে পরিচিত।
রাইসুল ইসলাম তার লেখায় মানুষের যাপিত জীবনকে গুরুত্ব দেন সর্বাগ্রে। ফলে বিশেষ দরদে উঠে আসে প্রান্তবর্গীয় মানুষদের জীবন ও মধ্যবিত্তের সমাচার।