ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১১ মে ২০২৪) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ এই কেন্দ্রে প্রায় ৩৫০০ জন পরীক্ষার্থীর উপস্থিত ছিল।পরীক্ষার নির্ধারিত সময় ছিলো এক ঘণ্টা।
ব্যবসায় শিক্ষা ইউনিটের ৪ হাজার ৮৯২টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ১৬ হাজার ৯৫০টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩-৪ জন ভর্তিচ্ছু।
পরীক্ষা চলাকালীন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম কেন্দ্র ঘুরে দেখেন।
তিনি জানান, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। তিনি আরও বলেন গতকালের মতো আজকেও সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস এবং ক্লান্তির ছাপ লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের পরীক্ষা দিতে কোনো ধরণের উদ্বিগ এর মোকাবেলা করতে হয়নি, পরীক্ষা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কমিটি খুব ভালোভাবে তা নিয়ন্ত্রণ করেছেন।