বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৭ শিক্ষার্থী। অনুষদ প্রতি সর্বোচ্চ মেধাতালিকা থেকে তাদেরকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ শাখা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
পত্রে বলা হয়, নোবিপ্রবির নিম্নোক্ত তালিকায় উল্লিখিত সাতজন মেধাবী শিক্ষার্থীদের অনুকূলে ১ বছরের মেধাবৃত্তি বাবদ সর্বমোট এক লাখ ৮২ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন –
বিজ্ঞান অনুষদের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবের বিন আব্দুল বারি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে তাফসিরুন, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিদওয়ান, শিক্ষাবিজ্ঞান অনুষদের শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইসা দত্ত, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের শিক্ষার্থী ফাতেমা আক্তার এবং প্রতিবন্ধী মেধাবী কোটায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহনাজ আক্তার।
প্রত্যেক শিক্ষার্থী মেধাবৃত্তি হিসেবে যেসব সুযোগ সুবিধা পাবেন –
১. এক বছরে বৃত্তি বাবদ ২৪ হাজার টাকা, বই পুস্তক ক্রয়ের জন্য ২ হাজার টাকা সহ মোট ২৬ হাজার টাকা।
২. ইউজিসি মেধাবৃত্তির শর্তানুযায়ী বৃত্তিধারী সব শিক্ষার্থী বৃত্তি ভোগের সঙ্গে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
৩. বৃত্তিধারী শিক্ষার্থী অন্য কোনো বৃত্তি গ্রহণ করতে পারবেন না, যদি গ্রহণ করে থাকেন, তবে এই বৃত্তির অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত অন্য কোনো বৃত্তিধারী শিক্ষার্থী যদি ইউজিসি মেধাবৃত্তি ভোগ করতে চান, সেক্ষেত্রে উক্ত বৃত্তির অর্থ ফেরত সাপেক্ষে মেধাবৃত্তি প্রদান করা যাবে।