আব্দুল আজিজ, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের জামতলী বাজার হতে পূর্বদিকে শেগুনবাড়ী যাওয়ার রাস্তায় মহেশপুকুর সংলগ্ন সড়কের গাছ কাটার সময় আটক আলমগীর হোসেন (৩৬) নামের একজন কে আটক করেছে পুলিশ ।
আটক আলমগীর হোসেন (কাহারোল) রাজুরিয়া মহেশপুর গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে সড়কের পাশে ৩ টি গাছ কোন প্রকার অনুমোদন ছাড়াই চুরি করে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আলমগীর হোসেন ও মজিবর রহমান(মজি) নামের দুইজন।
স্থানীয়রা গাছগুলো কাটতে নিষেধ করলেও প্রভাব দেখিয়ে একে একে গাছগুলো কেটে ফেলেন তারা। পরে খবর পেয়ে বিরল থানা পুলিশ গাছ কাটা অবস্থায় আলমগীর হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে পৌঁছেন বিরল উপজেলা বন কর্মকর্তা মহসিন আলী। স্থানীয়দের সহযোগিতায় কেটে ফেলা গাছগুলো উদ্ধার করেছে পুলিশ।
নাম না প্রকাশ করার শর্তে রাজুরিয়া গ্রামের একজন জানায় মজিবর রহমান (মজি) এলাকার একজন প্রভাবশালী বনদস্যু তিনি কারও কথার তোয়াক্কা না করেই দিনের পর দিন অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গার রাস্তার পার্শের সরকারি গাছ কেটে কদম তলি বাজারে নিজের স’-মিলে বিক্রি করে।
বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, অবৈধ ভাবে রাস্তার পার্শের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ৩টি কাটা গাছ উদ্ধার করি ও আলমগীর হোসেন নামের এক জনকে আটক করে থানায় নিয়ে আসি পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তা মহসিন আলীর কাছে হস্তান্তর করেছি।
বন কর্মকর্তা মহসিন আলী জানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং বিরল থানা পুলিশের সহযোগিতায় ৩ টি কাটা গাছ সহ ১ জনকে আটক করে নিয়ে আসি পরে বন আইনের যথাযথ ধারায় পলাতক মজিবর রহমান (মজি) সহ দুইজনকে আসামী করে আলমগীর হোসেন কে আদালতে সোর্পদ করি।