নওগাঁয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৫) কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ৩৩ জন চাঁদাবাজ চক্রের সদস্যকে গ্রেফতার করছে।
রোববার (২৬ মে) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী সোহেল মৃধা (৩৫), মো হাফিজুল ইসলাম (৩৫), সুর্যকান্ত সরকার (৩৮), মো আতোয়ার (৪৫), মো শিপন (৩২), মো আতোয়ার হোসেন (৩৪), মোঃ মামুন হোসেন(৪২),শামিম হোসেন (৪৫), মো জাকির হোসেন (৩২),মো পিন্টু রহমান (৪৪), মো: মজিদ সরকার (৫৮)।
তাজের মোড় হতে মোঃ আরিফ হোসেন (৩৫), মোঃ মুকুল হোসেন (৪৪), মোঃ হারুন অর রশিদ (৬৪), মোঃ আব্দুল মজিদ (৪২),মোঃ জুয়েল হোসেন (৪০), মোঃ সাজু (২৮), মোঃ ঠান্ডু মন্ডল (৪৫), মোঃ মাসুদ রানা (৩৮), মোঃ শাহিন আলম (৪৬), মোঃ রাকিব শেখ (২৮), শ্রী সুমিত রায় (৩২), শ্রী সুজন কুমার (২২), শ্রী গোপাল দাস (৫২), মোঃ আব্দুল লতিফ (৫২),
এবং নওগাঁর সদর পাহাড়পুর গুড়ির মোড় হতে মোঃ টিপু সুলতান (৫২), মোঃ ফিরোজ (৪০),মোঃ মোস্তাক আহমদে (৫৩), মোঃ সুলতান আলম মিলন (৫০), মোঃ মঞ্জু (৫৯), মোঃ আব্দুর রাজ্জাক (৫৪),মোঃ পলাশ (৪৪), মোঃ সুমন হোসেন (৩৫)কে গ্রেফতার করে
একইসাথে চাঁদা আদায় রশিদ বই-০৮টি, টালী খাতা-০২টি এবং চাঁদা আদায়কৃত
নগদ=১৫৯২৫/-টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত চাঁদা রশিদ বই এর মাধ্যমে আদায় করে থাকে এবং টালী খাতায় চাঁদার টাকার পরিমাণ ও চালকের নাম লিপিবদ্ধ করে রাখে।
উক্ত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিক্সা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় পৃথক ০৩টি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।