1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সুবর্ণসন্তান দুই ভাইএর উচ্চ শিক্ষায় জাপান ও কিরগিস্থান গমন

এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Tags:

সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন এর পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন এর দুই ছেলের উচ্চ শিক্ষায় জাপান ও কিরগিস্থান গমন, ছোট ছেলে সাইফুল ইসলাম আরমান গতবছর কিরগিস্থান এমবিবিএস কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করছেন,
এবং বড়ছেলে তারেক মনোয়ার মেকানিক্যাল ইন্জিনিয়ারিং এ জাপান গকাইন ইউনিভার্সিটি ভর্তি হন। শাহ জালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট হয়েছে গত ১৫ এপ্রিল ২০২৪,
সুবর্ণচর উপজেলা এগিয়ে যাচ্ছে মেধা ও মননে, চিন্তায় বিদ্যায় এই অঞ্চলের তরুণদের সাম্প্রতিক সাফল্য যে কাউকে অনুপ্রেরণা যোগাবে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ বলেন
দেশে বিদেশে এ প্রান্তিক জনপদ থেকে উঠে আসা ছেলে মেয়েদের অর্জন অবদান এবং কৃতিত্ব প্রদর্শন পরবর্তী প্রজন্মের জন্য উদ্দীপনা তৈরি করবে বলে বিশ্বাস করি। চরক্লার্ক ইউনিয়ন এর বাংলা বাজার এলাকার একজন পল্লি চিকিৎসক মোহাম্মদ ইছমাইল হোসেনের দুই ছেলে উচ্চ শিক্ষার উদ্দেশে যথাক্রমে কিরগিস্তান ও জাপান গমন আমাদের আশাবাদী করে।
উজ্জীবিত করে। উৎফুল্ল করে এই ভেবে যে কোনো মাতাপিতা যদি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস থাকেন তবে তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। একজন সচেতন পিতার জীবনে এর চেয়ে মধুর স্মৃতি আর কী হতে পারে! আমরা তার সন্তানের জন্য দোয়া করি। এবং সন্তানরাও যেন উচ্চশিক্ষা সমাপনান্তে পরিবার পরিজন দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে সেই আবেদন করে রাখছি।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর