1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

“প্রবাসী পিতা” ( কামরুন্নাহার জান্নাত)

মো. ফরহাদ,মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

আমি একজন প্রবাসী পিতা,
দেশের বাহিরে থাকি।
স্বদেশ ছেড়ে বিদেশে থেকে,
মনের দু:খ চেপে রাখি।

তিনটি বছরে একটি মাস,
থাকি নিজের দেশে।
তবুও চলে যাবার সময় বিদায় নেই
না কেঁদে, হেসে হেসে।

বাড়ি ছেড়ে থাকি বহু দূরে,
পরিবার নেই কাছে।
এখানে শুধু একা আমি,
আর আমার জীবনটা পড়ে আছে।
অসুখ হলে কেউ থাকে না,
আমায় দেখার মতো।

তাই নিজেই নিজের যত্ন নেই,
আর কেঁদে যাই অনবরত।
দূরে থেকে পাই না ভালোবাসা,
আর পারি না খেতে মায়ের রান্না।
সারাদিন কেবল ঘুরি মিথ্যে হেসে,
লুকিয়ে নিজের কান্না।

প্রবাসী পিতা আমি পারি না করতে
আমার নিজের সন্তানদের স্নেহ।
একা জীবন নিয়ে বেঁচে আছি,
আপন বলে আমার নাহি কেহ।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর