1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

তানভীর জীবনে স্বপ্ন হলো একজন সফটওয়্যার ইন্জিনিয়ারিং হওয়া এবং মানবসেবা করা।

মোঃ আরিফ হোসেন (বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

আমি মোঃ তানভীর হোসেন শাকিল। পড়াশোনা করছি বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে।
বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী যেখানে আমার বন্ধুরা আসক্ত হয়েছে নেশায় ও গেম কিংবা জুয়াতে সেখানে আমি স্যোসাল মিডিয়াতে নিজ চেষ্টায় গড়ে তুলছি কিছু অর্জন। দীর্ঘদিন যাবত নিজের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বানিয়েছি দুইটি সফটওয়ার। সফটওয়ার দুটির মধ্যে একটি হলো ছোটদের নিয়ে। যেখানে ছোট শিশুদের নিয়ে গল্প ,কবিতা,ছড়া,অংকন থাকবে। তবে তা ছোট শিশুদের আর্ট থাকবে। এবং কবি সাহিত্যিকগণ সফটওয়্যার টিতে প্রবেশ করে তাদের ছড়া ,কবিতা আমাকে পাঠালে সেটা প্রকাশ করা হবে। এই সফটওয়ার টি শিশুদের জন্য।

দ্বিতীয় সফটওয়ারটি হলো দেশের পর্যটন এলাকা নিয়ে। প্রত্যেকটি জেলার পর্যটন এলাকার তথ্য থাকবে। তবে এই সফটওয়ারটির কাজ প্রকিয়াধীন। আশা করছি কিছু দিনের মধ্যে এর কাজও শেষ হবে।
তাছাড়া ফেসবুকে করছি মোটিভেশনাল ভিডিও ও ব্লগিং ভিডিও। নিজ ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে দেড় লক্ষ্যের ও বেশি অনুসারী। সব মিলে রীতিমতো নিয়ন্ত্রণ করছি একটি ইউটিউব চ্যানেল যাতে রয়েছে ২ হাজারের অধিক সাবস্ক্রাইবার।

শুধুমাত্র স্যোসাল মিডিয়াতে আবদ্ধ নই ,যুগের সাথে তাল মিলিয়ে করে যাচ্ছি স্বেচ্ছায় অসহায়দের জন্য কাজ। দেশের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী।
২০২৩ সালে “সাফল্য সম্মানে অনন্য ” কতৃক আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে ক্ষুদে স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হই।
তাছাড়া একজন ক্রিকেটার হিসেবেও ভূমিকা পালন করছি বীরগঞ্জ স্বপ্নদিশারী ক্রিকেট একাডেমির অধিনায়ক হিসেবে।
কেউ আমাকে অবহেলা করবে, কেউ উপহাস করবে। হয়তো বিষয়গুলো তুচ্ছ। কেউবা খাটো করে দেখবে। তাদের আমি হয়তো তাৎক্ষণিক কথার মাধ্যমে উত্তর দিতে পারব না, অথবা সেগুলো শক্তিতে পরিণত করে আমি কাজের মাধ্যমে উত্তর দিতে হবে।

স্বপ্ন দেখতে ভয় পাবেন না।
বড় বড় স্বপ্ন দেখুন, আপনার যোগ্যতা বা সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখুন। নিরাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। মনে রাখবেন, যত বড় সফলতা আপনি অর্জন করতে চাচ্ছেন তার চেয়েও বড় মাপের ব্যর্থতা হজম করার শক্তি থাকতে হবে আপনার। ঘড়িতে যখন সময় হবে তখন কেউ আপনাকে আটকাতে পারবে না। হাল ছাড়বেন না, এক দিন আপনিও সফল হবেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর