1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শে দেশ গড়তে চান – জামাতে ইসলামী মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে পবিত্র মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।   রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কাওয়ালী অনুষ্ঠান থেকে কবি নজরুলকে জাতীয় কবির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি আসুন আমরা সবাই মিলে সুন্দর মুন্সীগঞ্জ গড়ে তুলি  জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ঈদে মিলাদুন্নবী (সা:): মুন্সীগঞ্জে জশনে জুলুস অনুষ্ঠিত  নজরুল বিশ্ববিদ্যালয়ের সুমন শেখ হলেনসোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর  শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে ধুনট উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল                                         

“লিভ ইন সম্পর্কে বিশ্বাসীরা অনাকাঙ্খিত সন্তান” মন্তব্য প্রীতি কবি’র।

ডেক্স রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সম্প্রতি বলিউউডের একজন জনপ্রিয় অভিনেত্রী বিয়ের আগে লিভ ইনের পরামর্শ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেটা ব্যাপক ভাইরাল হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় লেখক, গণমাধ্যম বিশ্লেষক ও প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন সেটার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রীর ধারণায় লিভ ইন সম্পর্ক মানে, “এতে একে-অপরের সম্পর্কে জানতে পারা যায়। সবারই কিছু পছন্দ-অপছন্দ আছে। লিভ ইনের ক্ষেত্রে সেটা আগে থেকে বুঝতে পারা যায়। যার ফলে বিবাহবিচ্ছেদের হার কমে।”

প্রীতি কবি বলেন, ‘‘বিয়ের আগে বিবাহবহির্ভূত যেকোন সম্পর্কই সংসার জীবনের জন্য সুখকর নয়। বিয়ের আগে লিভ ইন সম্পর্কের কারণে যে অনাকাঙ্খিত সন্তান জন্ম নেয়, পরবর্তীতে সেসব সন্তানরাই কেবলমাত্র লিভ ইন সম্পর্ককে প্রোমোট করতে পারে। লিভ ইন সম্পর্ক প্রসারের কারণেই বেশী বিবাহবিচ্ছেদ হচ্ছে। নারী-পুরুষের অবৈধ মিলনের ফলে যেসব সন্তান জন্ম লাভ করে তারাই এমন কু-রুচিপূর্ণ চিন্তা করতে পারে। পৃথিবীতে কোন সভ্য মানুষই চাইবে না যে; তার মা, খালা, ফুফু, বোন প্রভৃতি নিকটআত্মীয় কারো সাথে কেউ অবৈধ মেলামেশা করুক। যারা এমনটা চাইবে; নিশ্চিত ভাবে তারা অসভ্য জানোয়ার এবং মানবতার শত্রু।’’

বিজ্ঞাপন

বাস্তবিক অর্থে লিভ ইন সম্পর্ক মানে, দুজন ছেলে-মেয়ে বিয়ে না করেই একসাথে বসবাস করা। পাশ্চাত্য সমাজে সামাজিক অবক্ষয়ের কারণে লিভ ইন সম্পর্ক জনপ্রিয় হয়ে উঠছে-। কিন্ত এই উপমহাদেশে এসব নোংরামোকে সামাজিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি আইনগত ভাবে এটি অপরাধ।
তিনি আরও বলেন- “ইদানীং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিভ ইন সম্পর্ক আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে। আর অবৈধ এ বসবাস শিক্ষার্থীদের জীবনে চারিত্রিক অবক্ষয় নিয়ে আসছে। সম্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর আত্মহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনায় লিভ টুগেদার বিষয়টির বিষয়ে জনসচেতনতা প্রয়োজন হয়ে পড়েছে-।

লোভে পরে লিভ ইন সম্পর্ক করতে গিয়েও অসংখ্য মেয়েরা খুনের শিকার হচ্ছে। সেসব খুনের বিচারও ক্ষমতা ও দাপটের জন্য প্রভাবিত হচ্ছে। কোন শিল্পপতি অথবা বিত্তবানদের মেয়ে পছন্দ হলে অনেক ক্ষেত্রে লিভ ইন সম্পর্কে জড়ানোর জন্য বাধ্য করছে। স্বামী-স্ত্রীর পরিচয়ে এদশের বিভিন্ন শহর অঞ্চলে বাসা ভাড়া নিয়ে প্রেমিক-প্রেমীকা দিনযাপন করছে। সেগুলোর সুবিধা দিচ্ছে দুশ্চরিত্র বিভিন্ন বাড়ীওয়ালা। তারাও এসব কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শারীরিক আকর্ষণ, অর্থ-সম্পদ, নিজেকে অতিরিক্ত স্মার্টলি উপস্থাপন ইত্যাদি যেকোন কিছুর জন্যই হোক ‘লিভ টুগেদার’ কালচারটি প্রচলিত করতে বিভিন্ন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীগণ সু-কৌশলে উঠে পড়ে লেগেছে। তারা এটিকে চয়েস পারসন বা যাচাই করার প্রসেস মনে করলেও ‘লিভ টুগেদার’ এর শেষ পরিনতি হয় বিচ্ছেদ।”

কেবলমাত্র অনাকাঙ্খিত সন্তানরাই লিভ ইন সম্পর্কে বিশ্বাসী হয়ে এটিকে প্রসারিত করতে চাচ্ছে বলে “প্রীতি কবি” এই দূরদর্শী মন্তব্যটি করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর