নড়াইলে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার একদফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে নড়াইল জেলার সকল ইউপি চেয়ারম্যান একত্রিত হয়ে এ স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গ্রামীণ জনগোষ্ঠীর সেবা প্রদানকারী বাংলাদেশের ৪হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সকল জনগণকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে।
জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন পত্র, আদালত কর্তৃক প্রেরিত মোকদ্দমা তদন্ত বিরোধ নিষ্পত্তিকরণ ব্যবসায়িক, ট্রেড লাইসেন্স, স্থানীয়ভাবে সালিশসহ বিভিন্ন ধরণের পারিবারিক জটিলতা সমাধানসহ কার্যকর ভূমিকা পালন করে।
এ কাঠামো ভেঙ্গে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করলে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ আশাহত হবেন।
জনস্বার্থে এ জনপ্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার সবিনয় অনুরোধ জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে জেলার সিংঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (হিটু),শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ( জিয়া) মুলিয়দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিবুর রহমান, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ সদর উপজেলা ও কালিয়া উপজেলার সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।