কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক লগিবৈঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপর নারকী ঘটনার স্মরণে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত,আহতদের সুস্থতাকামনায় এই গণ সমাবেশের আয়োজন করেছে দলটির রাজিবপুর উপজেলা শাখা।
বুধবার (৩০ অক্টোবর) উপজেলার রাজিবপুর বাজার থানা মোড় বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলটির উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রৌমারী উপজেলা আমীর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী হাসিনার নির্দেশে ২০০৬ সনের ২৮ অক্টোবর লগিবৈঠা ও অস্ত্রশস্ত্রের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুরতর জখম করে।বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে।যারা জনগণের ভোটাধিকার হরন করে, যারা নির্বিচারে মানুষ হত্যা করে লাশের উপর দাড়িয়ে নিত্য করে তাদের এ দেশে মানুষ আর দেখতে চায় না।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা সভাপতি, মাওলানা মফিজুল হক, সদর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা আইয়ুব হোসেন, মোহনগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, যুব বিভাগ উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি গোলাম মোস্তফা, এইচ আর ডি সম্পাদক রাফিউল ইসলাম রাসেল সহপ্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগের প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে। বিচারের মাধ্যমে দেশকে দুর্নীতি ও কলঙ্ক মুক্ত করা হবে এবং দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে।
যারা জামায়াতের শীর্ষ ১১ নেতাকে বিচারের নামে হত্যা করেছিল তাদের বিচার হবে।