1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : নিজস্ব সংবাদ :
কর্মীর স্ত্রী সন্তান যেন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়: জামায়াত নেতা মশিহুল আলম - দৈনিক আমার কথা
সাম্প্রতিক :
মহাপুরুষ বীর শহীদ ইজ্জউদ্দিন আল-কাসসামের সংক্ষিপ্ত পরিচিতি জার্মানিকে রুখে দিলো হাঙ্গেরি তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন শেরপুরে ৭ দিন নিখোঁজ কলেজছাত্র সুমনের লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার তিন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইউজিসি মেধাবৃত্তি পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজ মোল্লা গ্রেফতার নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার বিরলে অবৈধভাবে সড়কের গাছ কাটার দায়ে গ্রেফতার-১ কর্মীর স্ত্রী সন্তান যেন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়: জামায়াত নেতা মশিহুল আলম

কর্মীর স্ত্রী সন্তান যেন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়: জামায়াত নেতা মশিহুল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মো: ফরহাদ, মুন্সীগঞ্জ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মশিহুল আলম বলেন, জামায়াতে ইসলামীর ‘প্রত্যেক কর্মীকে দা ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে যেয়ে আদায় করতে হবে। সকল কর্মীকে নিজেদের মান উন্নয়ন করতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলি বৈষম্য দূর করা সম্ভব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনভাবেই বৈষম্য দূর করা সম্ভব নয়। পরিবার থেকেই দাওয়াতি কাজ শুরু করতে হবে সকল কর্মীর স্ত্রী সন্তান যেন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মুন্সীগঞ্জ শহরের পৌর শিশু পার্কে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।

শুক্রবার (১লা অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ শহরের পৌর শিশু পার্কে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদের সঞ্চলনায় শুরু তে দারসে কুরান পেশ করেন, মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মশিহুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুন্সীগঞ্জ জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস।

 

এছাড়া বক্তব্য রাখেন, কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মো আরশাদ আলী ঢালী, বিশিষ্ট চিকিৎসক ডা: সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মিরকাদিম পৌরসভার আমির ডা: মুহাম্মদ ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র শিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মো আল আমিন, মুন্সীগঞ্জ সদর উপজেলার নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফ, মিরকাদিম পৌরসভার। নায়েবে আমির মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মুন্সীগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি মো: মজনু দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভা সেক্রেটারি মো:উজ্জাল হোসেন মিরকাদিম পৌরসভার সেক্রেটারি মাওলানা গোলাম জিলানী।

এসময় অন্যান্য বক্তৃতারা বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর কোন ধরনের প্রকাশ্য প্রোগ্রাম করতে পারিনি এমনকি আমরা যদি কোন কোরআনের তালিম ক্লাস করাতাম তাহলে আমাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হতো। মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি সকল কর্মীদেরকে আগামীতে রোকন হওয়ার জন্য আহ্বান জানান।

আমরা কোন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না জনগণের সমর্থন নিয়েই নেই আমরা ক্ষমতায় যেতে চাই।

 

পোস্টটি শেয়ার করুন

এই ক্যাটেগরিতে আরো খবর
  1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : সাব্বির আহমেদ :
Social Icons - দৈনিক আমার কথা
Daily Amar Kotha © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!