1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : নিজস্ব সংবাদ :
সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - দৈনিক আমার কথা
সাম্প্রতিক :
কোলন ক্যান্সার, বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী ওমর ফারুক মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২ কুড়িগ্রামে বিভিন্ন কলেজের ছাত্রদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতার মতবিনিময় নোবিপ্রবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ  স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে: রিজভী আন্তঃজেলা ডাকাত, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৮ যবিপ্রবি ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলো টিম “উন্নত মম শির” ইউনিয়ন পরিষদে বিলুপ্ত না করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ছাত্র আন্দোলনকে জামায়াত-শিবির নিয়ন্ত্রণ করেছে : জয়

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

জেলা প্রতিনিধি গাইবান্ধা:দেশের সড়ক-মহাসড়কে রক্তপাত ও মৃত্যুর মিছিল বন্ধে সড়ক নিরাপত্তা নিশ্চিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ সম্প্রতি গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফটোগ্রাফার নাফিস শাহরিয়ার আকাশের ঘাতক চালক-হেলপারকে গ্রেফতার-বিচারের দাবিতে মানববন্ধন করেছে আকাশের বন্ধু-স্বজনরা।

আজ (রবিবার, ৭ জুলাই) বেলা ১১টায় শহরের ডিবি রোডে গাইবান্ধা পাবলিক লাইব্রেরীর সামনে এ মানববন্ধন হয়।

‘গাইবান্ধাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বন্ধু-স্বজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় মানববন্ধনে গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান বলেন, প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের মৃত্যু মেনে নেয়া যায় না। বেপরোয়া চালকদের একটু অসাবধানতায় ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার।

গত পনের দিনে গাইবান্ধায় সড়কে প্রাণ হারিয়েছেন অধ্যাপক আবদুল কাদির মিয়া, শাহরিয়ার নাফিস আকাশ এবং জোবায়ের রেজা জাহিদ। সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে মানববন্ধনে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহনকারীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সাধারণ মানুষের জন্য সড়ক-মহাসড়ক চলাচল উপযোগী করে তোলা, চালক এবং সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেয়া, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে না দেয়া, উল্টো পথে চলাচলকারীদের শাস্তির আওতায় আনা, ফুটপাত, ওভারব্রিজ এবং আন্ডারপাস প্রয়োজনীয় মেরামত ও পরিচ্ছন্ন করে চলাচল উপযোগী এবং জনসাধারণকে তা ব্যবহারে উৎসাহী ও বাধ্য করা, রাতে চলাচল নির্বিঘ্ন করতে সড়ক বাতি মেরামত ও স্থাপন এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত করা এবং সড়কে হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন- নিহত আকাশের বাবা শামসুর হক, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, গাইবান্ধা চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাক আহম্মেদ রঞ্জু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি দেবাশীষ দাস দেবু, সাংবাদিক রিকতু প্রসাদ, শিরিন আক্তার, শাহরিয়াল এইচ বাপ্পী, রায়হান, এনামুল হক বিজয়, অনুপ সাহা, শিপ্লু কুমার এবং আকাশের বন্ধু আতিকুর রহমান শাওন, আজিজুল ইসলাম রাব্বী, মুনতাসিম হক রাফিন, শামসুর রহমান হৃদয়, কাজী মুহাতামিমমুল ইব্রাহিম উদ্যোগ, শাহ্ আবরার মাহির তরঙ্গ, ইয়াতিমুল ইসলাম নিলয়, তপু আহমেদ, সিদরাতুল রিয়াদ, বর্ণ, শোভন ও সৌমিক প্রমুখসহ

পোস্টটি শেয়ার করুন

এই ক্যাটেগরিতে আরো খবর
  1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : সাব্বির আহমেদ :
Social Icons - দৈনিক আমার কথা
Daily Amar Kotha © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest