1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : নিজস্ব সংবাদ :
শেরপুরে ৭ দিন নিখোঁজ কলেজছাত্র সুমনের লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার তিন - দৈনিক আমার কথা
সাম্প্রতিক :
শেরপুরে ৭ দিন নিখোঁজ কলেজছাত্র সুমনের লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার তিন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইউজিসি মেধাবৃত্তি পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজ মোল্লা গ্রেফতার নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার বিরলে অবৈধভাবে সড়কের গাছ কাটার দায়ে গ্রেফতার-১ কর্মীর স্ত্রী সন্তান যেন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়: জামায়াত নেতা মশিহুল আলম নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাত মাহফিল দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ রাজারহাটে ২৮ অক্টোবর আওয়ামী সরকারের লগি বৈঠার জড়িত খুনিদের শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ৭ দিন নিখোঁজ কলেজছাত্র সুমনের লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার তিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
শেরপুরের কলেজছাত্র সুমন ও প্রেমিকা

শেরপুরের প্রেম কাহিনীতে ভয়াবহ খুন: সুমন হত্যা রহস্যের সামনে আন্নি ও তার প্রেমিকের নাম

শেরপুর, ১১ নভেম্বর ২০২৪: শেরপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থী, সুমন ও আন্নির প্রেমকাহিনী এক পর্যায়ে পরিণত হয়েছিল ভয়াবহ খুনের ঘটনায়। অন্ধ ভালোবাসায় বিভোর সুমন তার প্রেমিকা আন্নির সঙ্গে এক পরিত্যক্ত সম্পর্কের জালে আটকা পড়েছিলেন, যা শেষ পর্যন্ত তার জীবন বিপর্যস্ত করে তোলে।

শেরপুরের কলেজছাত্র সুমন

সম্প্রতি ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আন্নি ও তার প্রেমিক, দুজনই সুমনকে হত্যার অভিযোগে পুলিশি হেফাজতে রয়েছে।

সুমন-আন্নির সম্পর্কের শুরু থেকে শেষ

শেরপুরের কলেজছাত্র সুমনের ছবি

সুমন ও আন্নির পরিচয় হয়েছিল এসএসসি পরীক্ষার সময়, যেখানে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। প্রথমদিকে তাদের সম্পর্ক ছিল একেবারে সাদামাটা, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা জটিল হতে থাকে। আন্নি যখন শেরপুর শহরে পড়াশোনা করতে মেসে একা থাকতে শুরু করে, তখন থেকেই তার জীবন ঘুরে যায়। নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে আন্নি, যার মধ্যে সুমনের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং মূল্যবান উপহার আদান-প্রদানও অন্তর্ভুক্ত ছিল।

কিন্তু পরবর্তীতে আন্নির চাহিদা বেড়ে যায়—সুমনের কাছ থেকে টাকা, মোবাইল, দামি গিফট সবই সে নিতে থাকে। একসময় যখন আন্নির প্রয়োজন ফুরিয়ে যায়, সে অন্য এক প্রেমিকের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করে এবং সুমনকে ত্যাগ করে।

সুমনের অন্ধ ভালোবাসা ও পরিণতি

শেরপুরের কলেজছাত্র সুমনের লাশ

সুমন আন্নিকে ত্যাগ করতে পারেনি, তাকে প্রায় পাগলের মতো ভালোবাসতো। এক সময় সে এতটাই অসহায় হয়ে পড়ে যে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং একবার আত্মহত্যার চেষ্টাও করে। তবে সুমন ছিল অত্যন্ত জেদি ও একনিষ্ঠ, সে বিশ্বাস করত যে, আন্নিই তার একমাত্র ভালোবাসা।

এদিকে, আন্নি এক পর্যায়ে সুমনকে জানায় যে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সুমন এই সংবাদও মেনে নিতে পারেনি। সুমনের মা-বাবা তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে সুমন তাও প্রত্যাখ্যান করে।

খুনের পরিকল্পনা ও হত্যার ঘটনা

এই সম্পর্কের ভাঙনের পর আন্নি ও তার নতুন প্রেমিক সুমনকে হত্যার পরিকল্পনা করে। ৪ নভেম্বর সন্ধ্যায়, আন্নি সুমনকে বিয়ের জন্য নিয়ে যাওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আন্নি ও তার প্রেমিক সুমনকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে তারা সুমনের লাশটি মাটি চাপা দেয় এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

সাবধানতার বার্তা

এই মর্মান্তিক ঘটনা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে উঠে এসেছে। বিশেষ করে, অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা তাদের সন্তানদের বন্ধু-বান্ধবী, সম্পর্ক ও কার্যকলাপ সম্পর্কে আরো মনোযোগী হয়। প্রেমের সম্পর্ককে অত্যধিক গুরুত্ব দেওয়া কখনোই জীবনকে বিপদে ফেলতে পারে। এছাড়া, ১৮ থেকে ২০ বছরের নীচে থাকা যুবক-যুবতীদের জন্যও এক সতর্কবার্তা—কোনো সম্পর্কের মধ্যে জড়ানোর আগে তার পরিণতি সম্পর্কে ভালোভাবে চিন্তা করুন।

সুমনের আত্মার মাগফিরাত কামনা

শেরপুরের এই মর্মান্তিক হত্যাকাণ্ডে সুমনের মৃত্যু সমাজে এক নৃশংস ঘটনা হিসেবে দাগ রেখে গেছে। তার আত্মার শান্তি কামনা করা হচ্ছে। এ ঘটনাটি একটি শিক্ষা হয়ে থাকবে যে, সম্পর্ক ও ভালোবাসা কখনোই মানুষকে পথভ্রষ্ট করতে পারে এবং সবারই সতর্ক থাকার প্রয়োজন।

এটা যে শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি সমাজের বড় আঘাত, তা আর বলার অপেক্ষা রাখে না।

পোস্টটি শেয়ার করুন

এই ক্যাটেগরিতে আরো খবর
  1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : সাব্বির আহমেদ :
Social Icons - দৈনিক আমার কথা
Daily Amar Kotha © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!